(১)
গ্রীষ্ম কেটে এখন শ্রাবণ মাস
আমার একটা তৈরি নিজের নদী,
লোকে বলে– আমার বাহাদুরি
আমি বলি– 'স্বভাব'। নিরবধি।


লোকের কথায় দিই'না তাই কান
হোক ভালো, এটাই চেয়েছি শেষ
যে নদী তৈরি নিজের থেকে–
সে নদীর ঠিকানা নিরুদ্দেশ।

(২)
আজ আমি হাসতে দেখি যাদের
তারাই আমার সর্ব দুঃখের কারণ,
তবু কেউ বলল না যে আমায়–
তুমি'ই আমার সর্ব হাসির কারণ...


(৩)
প্রেমিকাকে না পেলে– আত্মহত্যায় দ্রুতগামী,
বাবা মা'কে ভুলে যাও! যাও ভুলে কে দামী?