ভাবে মন কালকে
শরীরের ডালকে
ফুলে ফুলে সাজাবে।
মন রাজাও অদ্ভুত,
দিতে তাই প্রস্তুত
কড়ি যত যা যাবে।


বিনা কাজে হাসতো
মালি তাই ব্যস্ত,
ফুল তোলে ভোরেতে।
নীল, সাদা রাশিতে
দাস আর দাসীতে
বেলা বাড়ে শোরেতে।


বেলা যায় অস্তে...
দৈর্ঘ্য ও প্রস্থে
খালি দেখে অঙ্গে।
দেয় না সে পাত্তা;
তবু মিশে আত্মা–
একা তার সঙ্গে।


ঠিক– কোনো শব্দ
ফের করে জব্দ,
তোলে চাম বধিরের।
মন কোণে মেঘটাই,
সাজ তার একটাই
ছেঁড়া জামা শরীরে।