ভয়ঙ্কর গরম ভাদ্র মাস মেঘ নেই আকাশে
দু চোখ জুরায় শুধু মৃদু মৃদু বাতাসে
অস্পষ্ট কথা বলে যায় ভাষা হিন প্রান্তর
উঁচু পাহাড় শেষ সিমান্ত!


বিমানের পাখা গুলো চিক করে উঠে
ক্লান্ত শ্রান্ত মেঘেরা কোথায় যেনো স্থির
গাং চিলের ডানা গুলো আরো যেনো সাদা
বিমোহিত করে  পয'টকের দৃষ্টি
হাজারো চুম্বন, হাজারো পরশ,
সমুদ্রের ঢেউ গুলো পেরিয়ে বালুচর,
নারিকেল বাগান, ঝাউ বনের খেলা চলে বিরতিহীন
সব নিস্তব্ধতা কাটিয়ে এক পষলা মেঘ এশে হাজির
সূর্যের'র উজ্জ্বলতা নেই, নেই তীব্রতা,
আজ চলুক এই মেঘ নিয়ে ভালোবাসা!