প্রথমে অস্বীকার
তারপর ক্রসফায়ার!
জোনাকির আলোতে সাহারার পর সাহারা
মরুভূমি ছেড়ে অরণ্য সাধনায়।


৪৮ ঘন্টা!
একটা অন্তহীন সময়ের নাম
যার শুরু আছে, শেষ নাই
কেননা এখানে ক্রসফায়ার চলে না।


চোখের পলকে সাত আকাশ পেরিয়ে
জান্নাত জাহান্নাম ঘুরে
সিদরাতুল মুনতাহা থেকে
সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে
প্রভুর সান্নিধ্য পেলেও
মুরীদবেশী ঘাতকের ছুরির খবর জানে না পীর!


গভীর শালবন কিংবা দূর্গম পাহাড়ে
মাটির গর্তে লুকানো অস্ত্রের সন্ধান
আগাম তথ্যে থাকে
শহরের আভিজাত্যের বসতে
ঘাপটি মেরে থাকা জঙ্গীদের
আগাম তথ্যে ধরা যায়।
শুধু
সাগর-রুনির ঘাতকের নাম
তথ্য আর তত্ত্বের বাইরে
এক সাহারা রহস্য‍।


পুনশ্চ: মাছের রাজা ইলিশ; আরামের নাম বালিশ!!