জীবন্ত কিংবদন্তী এক কবি
আমি অধম, কী করে আঁকবো তার বিশালতার ছবি
মোড়াইল গ্রামের জন্ম নেয়া ছেলে
আধুনিকতার প্রতীক হয়ে বর্ণমালার খেলাঘরের পেলে
একাত্তরের বীর
সাহিত্যের সকল শাখায় ছুটেছেন অস্থির
লোক লোকান্তর, কালের কলস, সোনালি কাবিন
কাব্যধারায় ধন্য হয়ে স্বনামে আসীন  
খ্যাতির চুঁড়ায় উঠেন তিনি, ব্যক্তিত্বে দ্রবণ গাঢ়ো মন
বীরোচিত শিল্পী তিনি জেল জুলুমেও করেছেন দিনযাপন
বখতিয়ারের ঘোড়া, পানকৌড়ির রক্ত ভেজা রেখা
ময়ূরীর মুখ, পাখির কাছে ফুলের কাছে অসামান্য লেখা
দ্বিতীয় ভাঙ্গন, আকাশ ছোঁয়া সম্মাননার অপূর্ব এক সুখ
লেখালেখির ছয় দশকে, গল্প ছড়ায় গন্ধ বণিক, ময়ূরীর মুখ
পুরষ্কারের সম্মাননায় অসংখ্য পদক
বাংলা সাহিত্যের শৈল্পিক ভুবনে করেছে বর্ধক।