সভ্যতার নির্যাস মাটির বুকে
আঁচড়ে দেয় শকুনের থাবায়
মাঝখানে পড়ে থাকে রক্তের দাগ


একসাথে আজ একাকী সবাই
ক্ষোভহীন, দৃষ্টিহীন চোখে শুধু-
অনুরাগের কিছু জল


নির্বাক পৃথিবীর সব কোলজুড়ে
হায়েনার দর্পে উল্লাসে রজনী
আশ্রয়হীন হয় আশ্রয়দাতা।