আষাঢ়ে বাদাড়ে গাছে ঝুলে কচি তাল
দুই কিংবা তিন চোখা রসে ভরে গাল
কাঁদি কাঁদি কাটে আর গাল ফুলে খায়
কচকচে আষাঢ়ির সাধ খুজে পায়  
বছরি বেপারী মাথাপিছু কিনে গাছ
বন্দরে সদরে ব্যবসায়ী করে পাছ  
হাতকাড়ি ঠ্যালাগাড়ি ঘুরে ফিরে বিক্রি
মজা পেয়ে ছেলে বুড়ো কিছু করে ডিক্রি  
  
তাল যদি গোল হয় গোল যত দুর
জীবনের সফলতা তাল লয় সুর
কিছু কথা সুর হয়ে বেজে ওঠে গান
তাঁর ছিঁড়ে বুক ফেটে মনে লাগে টান    
কখনো আষাড়ি হয়ে ওঠে পাকা তাল    
জীবন কখনো তালগোলে বেসামাল।