প্রাজ্ঞ, অভিজ্ঞ কিংবা
জ্ঞানী-গুণী প্রগতিশীলরা
যা-ই বলুন না কেন
অর্থ ছাড়া জীবনে গতি আসে না।
গতিশীল জীবন মানে অর্থ
আবার অর্থের চেয়ে গতিশীল জীবন-
সময়ের মূল্যে।
তাই আমার মতো
কারো কারো বেলায়
সময় চলে যায় আর
জীবন হৌঁচট খেয়ে পড়ে থাকে
বিষণ্ণতার বেলাভূমিতে।