তোমাকে ছাড়া এই বুকে বয়ে যায় নিত্য
মরুভূমির সাইমুম ঝর
ভালোবাসার মানে নয় কোনো পরিণতি
একসাথে বাঁধা সংসার-ঘর।
আকাশটা ছাদ ধরে, খালি পায়ে মেঠো পথে
বাতাসের ছন্দে সুর তুলে হাঁটা
প্রথম স্মৃতিকে আগলে ধরে ভাব-সৈকতে
অপরের কষ্ট নিজ বুকে সাঁটা।
সূর্যের পথ ধরে শক্তির সূধা ঢালো
ভালোবাসা মানে অন্ধকার বুকে আলো।