▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️
আমারও ইচ্ছে করে কাঁদতে
উচ্চস্বরে বিলাপ করে
ভয়ের কারণে পারি না
বাকরুদ্ধ এই নগরে-
গাল বেয়ে নেমে আসা অশ্রুর ঢল
চেটে চেটে লুকিয়ে ফেলি!


আমারও ইচ্ছে করে শোকপ্রকাশে
লিখে যাই আত্মবেদনার বর্ণনায়
ভয়ের কারণে পারি না
দন্ডপ্রিয় এই নগরে-
ঢোক গিলে হজম করি শোকযন্ত্রণা
বারোমাসি জুলমের দাম্ভিকতায়।


আমারও ইচ্ছে করে আত্মঘাতের
শোষিত জীবনের শেষটুকু নিয়ে
মারি ও মরি।
ভয়ের কারণে পারি না
অগ্নুৎপাতের এই নগরে-
ইচ্ছেগুলো চিবিয়ে খাই নিভৃতে
স্রষ্টার ভয়ে শেষের বাকি-
তবুও লুকিয়ে কাঁদি
ক্ষমতার দাম্ভিকতার সিঁড়ি ধরে
প্রতিহিংসার চোখের কারণে।


©উদাসকবি