আক্ষেপ ছাড়া কী আছে তোমার
ভন্ডামী সব ভন্ডামী!
তোমার অন্তর তুমি না জানো
জানে তবুও অন্তর্যামী!!


একে একে গেলো এগারোটি মাস
মসজিদ তোমার দেখে নি মুখ!
এক রাত্রি সাজদায় কেঁদে কেটে
ভরে ফেলেছো যত রাজ‌্যের সুখ!!


আগে যা ছিলে এখনো তাই তবুও-
দিনভর চলছে সিনায় সিনাজুড়ি!
মুখভরা গালি, হাতভরা ঘুষ
শুধু কষ্ট করে অভুক্ত রেখেছো ভুঁড়ি!!


ভুঁড়ির কষ্টে দিন কাটিয়ে তোমার
রকমারী সব দামি ইফতারী!
বাড়িয়ে দিয়েছো নিত্যপণ্যের দামে
অভাগাদের আরো আহাজারী!!


এগারো মাসের উসুল তুলতে
দীঘল করেছো সংযমের রাত!
দিন যত যায় খাটো হয় সাজদা
কমছে নিত্যই কিয়াম রাকাত!
...............................................
তোমার সিয়াম তোমার কিয়াম
তোমার আরাধনা তোমার সম্বল
অন্তরে যা লালন করছো তুমি
পাবে তার হিসেবেই সব কর্মফল।