তোমাকে যে কথাটি বলতে পারি নি
কখনোই বলবো না আর ...
শুধু বলতে পারি, কেন বলা হলো না
মেরুদন্ডের উপর ভর করে কখনো যে দাঁড়াতে পারি নি
শুধু শিখতে পেরেছি
কিভাবে কষ্ট ভুলতে হয়, আত্ম-প্রতারণার সুখে!
এখন-
আফসোস আর কষ্টের বেলুন
নিয়তীর কাটা দিয়ে ফুটো করে দিই।


নিজের ব্যর্থতাকে ভাগ্যের ঘাড়ে চাঁপিয়ে
সময়কে বলি প্রবঞ্চক।
ব্যর্থ মেরুদন্ডের চেয়ে মেরুদন্ডহীনই ভালো
নিজেকে বিকিয়ে বেচে থাকার স্বাদ
মানুষ হয়েই বুঝতে পারি...
মনুষ্যত্বের সংজ্ঞাটা শুধু পাল্টে ফেলি