চঞ্চল এই মন সারাক্ষণ ভেসে বেড়ায় বাতাসে মেঘের ভেলায়।
ঝিরিঝিরি সমীরণ কাশবন দুলে যায় বিলাসী সুখের সীমায়।।
নেচে-গেয়ে একাকার সুপ্তসুখে
পেয়ে যাই তৃপ্ততা দীপ্ত চোখে
নির্ঝর সাধারণ আবাহন স্নান করি ঝরনার প্লাবনে মনের খেলায়!!          


উচ্ছ্বল বিকিরণ শালবন আশ্রিত হৃদয়ে ফুরফুরে সাধের মেলায়।    
পল্লব দেহ-মন অনুক্ষণ হেসে ওঠে ঝরনায় চোখের খেলায়।।    
সুরভিত মৌবনে ব্যস্ত সময়
জীবনের চাহিদা অন্ত অভয়
সম্বল বর্ধন পার্বণ জীবনের বসন্ত সময়ে দুঃখের হেলায়!!