এখনো ফুরোয় নি গল্পের শীর্ষবিন্দু
অথচ কুপিতে কোরোসিন নেই
ভোর হতে ঢের বাকি
সময়কে আঁকড়ে মোহিনীশক্তি।


যখন
শাস্ত্রবিহিত আন্দোলনে ওঝার কদর
ক্রান্তিকালীন শেষ ভরসা তান্ত্রিকযুগে
ইন্দ্রজালে পিচাশবধের গল্পটা
ডাকিনীবিদ্যায় চলে স্তবপাঠ
একসাথে সমস্বরে শেষবারের মতো
তবুও মন্ত্র পড়া শেষ হয়েও শেষ হলো না


কখনো কিছু গল্প মিলে ইতিহাস হয়
ইতিহাসের সব অধ্যায় গল্পের মতো নয়
কখনো ইতিহাস জীবনের পরিহাস হয়ে
গলায় পড়ে ফাঁস, গল্পের দায়বদ্ধতায়!!