মেঘে ঢাকা আকাশ আমার
যায় না দেখা আর সোনালি প্রভাত
ঝড়ো হাওয়া বারুদ গন্ধে
মাঝেই মাঝে হানা দেয় বজ্রপাত।


শ্রাবণের ধারা মন ক্লান্তিতে মুখ
রংধনু বিকেলে ভাবি তবুও সুখ
জীবনের এই সময়ের খেলা
কখনো হেরে গিয়ে করি বাজিমাত।