খাল কেটে কুমির আনার গল্পটা পুরনো
কুমির ঠিকই আছে খাল আর নেই
যেখানে নদী ভরাট উন্নয়ণের হাইওয়েতে
সাগরও কুমিরের পেটে
খাল তো কবেই প্রত্নতাত্ত্বিক নিদর্শনে
স্মৃতিময় রোমাঞ্চ!


তবে খাল নয়, কুমির রক্ষার আন্দোলন আছে
দুষ্প্রাপ্য আর দুর্লভ প্রজাতির টুপি পড়িয়ে
একদল সচেতন শিষ্ট-নাগরিক সোচ্চার
প্রতিনিয়ত গতিশীল প্রতিবিম্বের আশ্রয়ে।


নিয়ম ভাঙ্গা আর প্রথাবিরোধী
সব সময়ই সস্তা জনপ্রিয়তার হাতিয়ার।


সমাজ ভাঙ্গা আর বদলানো এক নয়
সুতরাং প্রথাবিরোধী কিংবা অসামাজিকতা
কখনো মানবতার কল্যাণে নয়।


সময়ের স্রোত আটকানো যায় না
কিন্তু মানুষ হওয়া যায়!