পর্দা নেমেছে দিনমানের। বিকশিত কৃষ্ণে...
বর্ধিত চাহিদা সময়ের ক্ষ্যাপাটে
আরো কি প্রবল হবে স্পষ্টতার?
একটু বেশি উজ্জ্বলতা নিয়ে!
নাকি নতুন করে শুভ্র ভরা হাসিতে
নতুন করে একটি দীপ্তিমানের পর্দা উঠবে?


পর্দা নামা রাত্রিটা যেন রহস্য-পরিখা
অপরাধের পাল্লাটা আরো ভারি করে।


আরো একবার হারিয়ে যাওয়া চোরাগলিতে
শ্যামল পল্লবিত ক্ষুধাময় স্বপ্নের দেশে
অদ্ভুত দৃষ্টিশক্তি, মস্তিষ্কের নষ্ট কোষ
নৃত্যের বৃত্তে ফুলের সাথে
আরেকবার তলিয়ে যাওয়া
অন্ধকারের পিছনে নিরাপদ ব্যথার ঠিকানায়


উদ্ভট আর সমস্যার জটিল সময়ে
নানান ছদ্মবেশ
সবাই কেমন মুখোশে ঢাকা
পর্দাহীন চোখে পর্দা নামে।