প্রতিটি জীবন তার মৃত্যুর সৃষ্টিতে
উল্লসিত কোষের জীবাণু ধ্বংসে
প্রতিটি মানুষ তার আত্মার খুনী।


কাঁটার সীমানা পার হয়ে গোলাপের ঠিকানায় পৌঁছতে হয়
গর্ব আর প্রত্যাশার মিলিত স্বরূপ, সাফল্যের অস্তিত্বে
ভয় আর আশা নিয়ে বেঁচে থাকার লড়াইয়ে
প্রতিটি জীবন দাঁড়িয়ে থাকে তার শেষ প্রান্তে।


কেউ মরে বারবার, দম আটকে একবার
মৃত্যু এসে প্রমাণ করে জীবনের মানে
আশা আর স্বপ্নকে বাঁচিয়ে, বাঁচাতে হয় আত্মাকে
এগিয়ে চলার মানেই হলো, আগামীর প্রত্যাশা।


প্রতিটি প্রাণী তার গন্তব্যের পথে
অর্জন যাই হোক, প্রাপ্তিটা নিশ্চিত
কিছু ফলাফল, অপেক্ষায় থাকুক আত্মারা।