নিরর্থক কিছু শব্দের ভিতর আজ পৃথিবীর সব কথামালা
যা যায় না বুঝা, তার পিছে অবিরাম ছুটে চলা
আমাদের স্বপ্নের পাঠ, আগামীর শব্দকোষ
এলোমেলো বর্ণের কিছু ছন্দহীন জোট।


অর্থহীন কাব্যের ব্যর্থ স্বার্থকতায় পৃথিবীর সব সুখ
যা পড়া যায় না, তার কাছে ধর্ণা দেয় সমস্ত চোখ
নিরামিষ হৃদপিন্ডের ভিতর নিরাসক্ত পাথরের তট
নির্বোধ কিছু শব্দের আগমনে বাড়ে পাঠ্যবইয়ের জট।


সুরহীন কিছু শব্দমালায় বেজে ওঠে আজ পৃথিবীর গান
শোনা যায় না এমন, তার কাছে ছুটে পৃথিবীর সব কান
আমাদের নিরাশার দোলা, কল্পহীন বাস্তবতার টানে
অদ্ভুত পাঠশালায় বর্ণহীন কিছু শিক্ষা দানে।