অঙ্কুরিত নীতির মাঠে
বাল্য পাঠে, বর্ণমালা-
চোরের হাতে অপঘাতে
রক্ত ভেজা পাঠশালা।


জোটের মাঝেই ভোটের যাদু
সবাই সাধু, গোলক-ধাঁধায়-
ঘুরছে মানুষ হয়ে বেহুঁশ
জীবন যখন পরের পাদায়।


জাগতে হবে ভোরের আগে
শহীদ বাগে, খুলবো আখি
হৃদয় মাঝে এই সমাজে
হবো যখন ভোরের পাখি।