এই তো আছি
        স্পর্শ-নিমেষ
                 পাশাপাশি!
বাস্তবতা বড়ই কঠিন!
           তাই তো আমি
               স্বপ্নেই আসি!!


আঁধার ভালো নয়
               অন্ধত্বের পীড়নে
আলোও সহ্য হয় না
                  তীক্ষ্ণ কিরণে
সবকিছু ধোঁয়াশাই ভালো...
          সময়ের পাকড়াও
            স্পষ্টতায় সর্বগ্রাসী!
বাস্তবতা বড়ই কঠিন!
           তাই তো আমি
               স্বপ্নেই আসি!!


সবকিছু যায় না বলা মুখে
               কিছু বাকি চোখে
কখনো পুড়তেও ভালো লাগে
            জ্বালার মতোন সুখে
নীতির ভিতরেও থাকে
          নৈতিকতার অভাব
                হিংস্রতার হাসি!
বাস্তবতা বড়ই কঠিন!
           তাই তো আমি
                 স্বপ্নেই আসি!!


হঠাৎ করে চলতে গিয়ে
          পথের মাথায় দেখা
দুজনা'রই এক ঠিকানা
           সরল দুটি রেখা
রেখার মতো সরল হয়ে
                জীবন পথে
                   হলাম সর্বনাশী!
বাস্তবতা বড়ই কঠিন!
           তাই তো আমি
                    স্বপ্নেই আসি!!