পিঠের পরে বই
       নাই কোনো হৈচৈ
               খেলাধুলা ভুলেই গেছে কবে।
মা কিংবা বাবার হাতে
       ছুটছে শিশু এই প্রভাতে
               নেই আর তারা দুরন্ত শৈশবে।


হরেক রকম পড়ার চাঁপ
        মোবাইল টিভির কিছু তাঁপ
                   অবসর কি আছে তবে
দৌড়-ঝাপ আর শীতল মাটি
        পায় না ওরা বাতাস খাঁটি
                   যায় না এখন মক্তবে।