শিক্ষা জীবনে অপরিহার্য
সময়ের পরিক্রমায়...
এখন শুধু শিক্ষাই যথেষ্ট নয়
একটা সু বসাতে হয়
নইলে প্রবৃত্তিকেই শক্তিশালী করে
মনুষ্যত্বের প্রাপ্য দুরে চলে যায়
যতই উচ্চ হৌক না কেন
বিশ্ব নামের পাঠশালায়!
মানুষ যদি হতেই না পারি
শিখলাম কিছু অচল বিদ্যা।


বুদ্ধি আর বিদ্যা একসাথে চাই
সাথে চাই বিবেক
তিনটা ছাড়া অচল সভ্যতা।
নৈতিকতাহীন শিক্ষা বড্ড আগ্রাসী
চরিত্রহীন বিদ্যার বেপারী তাই
সময়ের বোঝা।