ঘরের ছিদ্রপথ ধরে ভিতরে আসা আলোকরশ্মিতে
খালি চোখে দেখা অগণন বিক্ষিপ্ত ধূলিকণা
কিংবা জীবাণুর আস্তরণ
বাইরে এলে কিছুই দেখা যায় না
বিধিবদ্ধ বাধ্যকতায় বড় বড় পাথরও চোখে পড়ে না
অথচ চোখের কণাগুলো সরাতে ব্যস্ত হয়ে পড়ি।


বিশাল নষ্ট জীবগুলো আজ পথের অন্তরায়
অথচ চোখে পড়ে না বাঁধাগুলো
বিধিবদ্ধ ধারা উপধারায় লুকিয়ে প্রাণের খুপড়িতে
কখনো জীবাণুগুলো প্রকাশ্যে করে উল্লাস
আমরা পেটে পাথর চেঁপে ব্যথা হজম করি।