কোথায় আছে, কেমন আছে
বলো তাড়াতাড়ি
নাই নাই নাই, বাহানাতে
করছি বাড়াবাড়ি।


নাই-এর মাঝে পাই
চাই চাই চাই মন
মনের খোরাক ছাই
ভাবি সারাক্ষণ।


তোমার আছে, তার আছে
আমার কেন নাই
পরের মাঝে দৃষ্টি সীমায়
লজ্জা কোথায় পাই।


শোনা কথা শূন্যে উড়ে
শূন্যেই কাড়াকাড়ি।
নাই নাই নাই, বাহানাতে
করছি বাড়াবাড়ি।


তোমার কাছে, সবার কাছে
যা আছে সব দামি
সব চাহিদায় তোমার দাবি
মুল্য ছাড়া আমি


কী আছে আর কতো আছে
প্রশ্ন শুধু মনে
নিজের জীবন ব্যর্থ করি
দৃষ্টি পরের ধনে


দৃষ্টি নিচু করো তুমি
সংযত হোক মুখ
নিজের কাছে যা-ই আছে
তাতেই পাবে সুখ।


স্বল্প আয়ু লোভ চাহিদায়
ধরতে ছাড়াছাড়ি।
নাই নাই নাই, বাহানাতে
করছি বাড়াবাড়ি।