মেঘ হয়ে ওঠা চোখে
জীবনের নানা ঘাত-প্রতিঘাতে
কাঁচা মাটির খোলসে এক অভয়ারণ্য।


কবরের মাটি হাতে
তবুও আপনাকে ভুলি কালের বিবর্তনে
গলে যাই, করি না আত্মসমর্পণ।


প্রভু! একটু সুযোগ দিন
শুদ্ধ হবার, ক্ষমা করে অসীম কুদরতে
বারবার বেঁচে ওঠা, অবসরে...