অন্য ভাবেও প্রকাশ করতে পারি
যদি অক্ষর-জ্ঞান না থাকার ভান করি
একটি আঙ্গুলের ছাপে।
স্থাপন করি কালিতে কোনো কাগজে
দায়ভার কাঁধে চাপে অতি সহজে
ভোগ সত্ত্ব বিনা অনুতাপে!!


লিখতে পারি চমৎকার করে জীবনের ইতিহাস
কলমের একটি খোঁচায় কত সর্বনাশ-
অথবা বিনা সম্পাদনায় এক ধাপ।
লটকাতে পারি আক্রোশে, কারো আইনের বিধিতে
উপশম অন্তর-ব্যাথায় কোনো লিপিতে
কিংবা কারো গালে একটি আঙ্গুলের ছাপ!!


সাদা কাগজে এলেমেলো শব্দের খেলায়
কখনো সাক্ষর হিসেবে সাক্ষী হয়ে, অচীন বেলায়
জীবন পৃষ্ঠায় বয়ে আনে অভিশাপ।
আকাশের গালে মেঘের ছাপ, নিরামিষ হৈচৈ
পুবালি বাতাসে বারুদের গন্ধ, আমরা নিশ্চুপ রই
রয়ে যায় বালুচরে ভাঙ্গা আঙ্গুলের ছাপ!!


---------------------------------------
::::::: রোম:: ০৭-১০-২০১৮:::::::::::::::