পঞ্চবটিকা

প্রথমে প্রশ্রয়
নিজ থেকেই আশ্রয়
তারপর রাতদখল
স্বপ্নবিলাস সাশ্রয়!

তিনি এখন
জীবন্ত কিংবদন্তী
বঙ্গ খোয়াবনামায়!

আমি একটি ফুটপাত দেখি
এখনো এটা ক্রমবর্ধমান
সংস্কারে.....

দৌড়ের প্রান্ত
সবাই জানি.....
সিংহাসন!
নিয়তী শুধু দেখে
নিঃশ্বাসের স্পর্ধা
আর
একটা স্পন্দন!
৫.
মেঘের বিস্ফোরণ
আকাশের ধুম
ফসলের মাঠ
কৃষাণের ঘুম!


০২ জানুয়ারি ২০১৭