ভুল করে কিছু ভুলের চেয়ে, ভুলের জন্য কিছু ভুলে
শেখা হোক দেখা থেকে আরো, শাখা থেকে তৃণমূলে
যে করে আঘাত, কষ্টবিলাস ক্ষণ
ক্ষমা করো তাকে ভুলে যাও মনে
সম্মুখে কিংবা পশ্চাতে যতো নিন্দুকে বরণ করো ফুলে।