আলো ছায়ার খেলা নিয়ে রোজ দাঁড়িয়ে ভোর  
স্বপ্ন স্বাধীন বিবেক মরে বাড়ায় গহীন ঘোর    
জীবন দেখার খেলা ঘরে
বেঁচে থাকার মন্ত্র পড়ে
সুরের পরশ গায়ে মেখে খুলছি মনের দোর।


মনের খেলায় একই চাল
খেই হারিয়ে বাড়ায় জ্বাল
আপন হবার ভাব নিয়ে নিজেই সাজে চোর।  


চোখের ভিতর বন্দী দেখা
তার গভীরে আলোর রেখা
আলো দিয়ে ছায়ার খেলা দৃষ্টি নন্দন গোর।