সোনালি প্রভাতের স্বপ্ন দেখে
রাতের প্রেমে নিগূঢ় ঘুম
আঁধারের গভীরে রঙ মেখে
বিজয়ের মিছে করছি ধুম।


অলস সময়ের পশ্চাতে থেকে
কর্মঠ জীবনের কল্পবিলাস
বিলাস আবরণে নিজকে ঢেকে
সুখের ফানুসে গল্প-তিয়াস।


আপনাকে ভুলে রঙিন মুখোশে
শিঁকড়ের সন্ধানে মাতি
আদি-অন্ত ঐ সীমানার আক্রোশে
ভ্রান্তিতে মানব জাতি।


শিল্প ভুলে, কভু শিল্পী ভুলে না
থাকে চিরায়ত তার সৃষ্টিকর্মে
স্রষ্টার প্রেমে যার হৃদয় দোলে না
ব্যর্থ সে, অবাঞ্চিত তার ধর্মে।