একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ নির্বাচনে
নির্বোধ রাতের গল্প শুনি
একটি মার্কা, একটি ব্যালট পেপার।
যতো মতভেদ, যতো প্রার্থিতা
জনতার যতো স্বাধীনতা, প্রতীক বাছাইয়ের পছন্দ
মার্কা কিন্তু একটাই-
সালিশ মানি, বিচার মানি
তবে ভোট কিন্তু আমারই।
একটি অবাধ সার্বজনীন নির্বাচনে
নির্বোধ রাতের শৈল্পিক প্রহসনে
গায়েবী ভোটের নিরুঙ্কুশ বিজয়।