সুড়ঙ্গ পথে চলে কৃপণের দৃষ্টি
চোখ তার খুজে ফেরে
অসময়ের দোল-বৃষ্টি।


হাত পেতে ধরে ধরে সে ফাও কিছু জল
কী যে হয় শরীরে,
ডাক্তারের কথাতে হারায় মনোবল।


চিকিৎসার নামে কত পয়সার অপচয়
বিছানায় শুয়ে ভাবে-
কী হলো কঞ্জুসে, হারানোর এতো ভয়!