আমি ইথারে শুনি তোমার কণ্ঠস্বর
নিয়মের গর্তে লুকানো বাক্সে
সাদা মেঘ সমুদ্র গভীরে।
আমি আকাশে দেখি বার্তা তোমার
কাছে-দুরের পার্থক্য বিবাদে
বন্দী যেখানে গিনিপিগ আত্মা।


জাহান্নামের দিনগুলো সপ্তাহ পেরিয়ে
মাসের পর মাস জমা হয়
বছর ডিঙিয়ে শতাব্দীর দেখা পাই
পাপের বোঝা তবুও কমে না
সেই সব শাস্তি চলছে এখনো...


এখনে শ্বাস নিতে মারামারি
দন্ড মওকুফ কিছু শান্তি।


ব্যাথাগুলো পুরনো হয়ে গেছে
পুরনো ক্ষতে জ্বলুনিও কম
ধীরে ধীরে হাবিয়া দোযখ
আমার বৈঠকখানা বাড়ির আঙিনায়।