প্রতিটি সকাল আসে সূর্যের সাথে
বিরহ অথবা সুখের পরশ নিয়ে
একপ্রান্তে চোখের জল অন‌্য প্রান্তে হাসি
অন্ধকার ছেড়ে আলোর হাত ধরে


কখনো সময় খুবই সুন্দর
বর্ণনার ভাষা হারিয়ে
উচ্চাশা, ভালোবাসা, মৃত্যুকে সাথে নিয়ে
কন্ঠের চেয়েও বেশি সৌন্দর্যে
বুঝ ও বোধের সীমানা ছেড়ে
জীবনকে করে বর্ণিল


কখনো সময় আহত পাখি
কারো জন্য ফাঁদ
ক্লান্তিকর ভ্রমণ অনাগত
অবিরত অশ্রুর সাথে বসবাস।


সুখ
জীবনে আসে সাফল‌্যের পথ ধরে
প্রতিটি স্তরে নিয়মের সিঁড়ি বেয়ে


কষ্ট
জীবনে আসে অপ্রত্যাশিতভাবে
টর্নেডো বেগে, আইন আর নিয়মের ঊর্দ্ধে


তারপরও জীবনকে ভালোবাসি
কষ্টটা আছে বলে!