যখন হঠাৎ করে বদলে যায় আকাশের চরিত্র
সূর্যের নিচে ভাসে নিকষ মেঘের হুঙ্কার
মাটিতে নেমে আসে বারিধারা
অবিরাম বর্ষণে বেলা যায় ফুরিয়ে।
তখনো আমি অপেক্ষায় থাকি
বাকি সময়টা কাটুক সূর্যের হাসিতে।


যখন হঠাৎ করে পাহাড়ি ঢল নেমে আসে
সোনালি ফসলের বুক মাড়িয়ে
বাঁধ ভেঙে তলিয়ে যায় বসত, রূপালি স্বপ্ন
মাটিতে শুধুই জলের আক্রোশ
তখনো আমি অপেক্ষায় থাকি
জলের তলে লুকানো শষ্যের হাসিতে
আমার জীবন হবে আলোকিত।


যখন হঠাৎ করে গুজব ছড়ায় ঝড়ের বেগে
বাতাসে ভেসে বেড়ায় শুধু বারূদের গন্ধ
চারিদিকে শুধু হাহাকার
আত্মচিৎকার
ধ্বংসের প্রলয়বীণ
এই পৃথিবী, সব নিয়মের বাইরে গিয়ে
আইনের ভিতর থেকে নতুন আইনে
মানুষ হত্যার বৈধতা নিয়ে
শুধুই আপনাকে নিয়ে
তখনো আমি বেঁচে থাকি স্বপ্ন দেখে
বারূদের গন্ধ দুর হবে নবধারা জলে
হঠাৎ করে আকাশের বর্ষণে।।