মনের খায়েশ পূর্ণ করতে
দাও পুকুরে দুধ আর টাকা
বসে আছে রাজ শিকারী
তোমার পকেট করতে ফাঁকা


গরীব দোষে নিজের কপাল
পুকুর জলে রাঘব-বোয়াল
আম জনতার নানা তদবির
ঘোরে না তার ভাগ্যের চাকা।