দিন তার শেষ প্রহরে
যখন সে কাশতে কাশতে রাতের উপর আছড়ে পড়লো
তখনও কেউ ভাবে নি
রাতের আঁধারকে মাড়িয়ে, প্রভাতের আহ্বানে
দিন আর কখনো মেরুদন্ড সোজা করে দাঁড়াতে পারবে না!
রাতের হুঙ্কারে বারবার
জ্বরের ঘোরে স্বপ্নে বিভোর শয্যাশায়ী কষ্টবিলাস।


বিপর্যস্ত জীবন-ঘড়ি, কোমাতে এই নগরী
সময়ের ওলাউঠায়।


আলুভর্তা নিত্য নাস্তা, গাজরমুখী সভ্যতা
হাওয়াই-সংস্কৃতির মায়াবী আকর্ষণে
শিঁকড় উপড়ানো আলেয়ার আগ্রাসন
শিশুর হাঁপানিতে উ‌ৎসবে জাতি
হৃদযন্ত্রে বাজে বরগির ডুগডুগি।


অমাবস্যার ঊর্ধ্বশ্বাসে শ্বাসকষ্টে প্রহর
আকাশজুড়ে জীবাণুর উৎপাত
অতিসারে মেঘরাজ্য
আত্মঘাতি সূর্যের হাসি।