সবজান্তা ইমরুল
মাথামোটা শার্দূল
কথা বলে গড়গড়
বাঝে ঢোল ফরফর
সবকাজে করে ভুল
ছিঁড়ে সে নিজের চুল
ঘাড় ত্যাড়া শার্দূল।


কারোর নাই সখ্যতা
শিখেনি সে ভব্যতা
পরের ধনে পোদ্দারি
সুযোগ পেলে গাদ্দারি
ধরে শুধু পরের ভুল
মৌবনের ভিমরুল।


সুযোগ পেলে গায়ে চড়ে
যারই সে পায়ে পড়ে
স্বার্থ বশে থুথু চাটে
ইচ্ছে হলে মরার ঘাটে
হারায় সকল কূল
সবজান্তা ইমরুল।


#উদাসকবি