অন্য থেকে ভিন্ন কিছু
মন্দ কিবা ভালো
সঙ্গ তার ভঙ্গ হলে
মিছে রূপের আলো



তোমার প্রেমের রঙমহলে
দরজা যদিও আছে
নাই অস্তিত্ব সত্য প্রেমের
রঙমহল তো মিছে!!



বুদ্ধির বৃদ্ধিতে জ্ঞান যদি লোপ পায়
বিবেকের মৃত্যুতে সত্যটা কোপ খায়



এক পলকের ঝলক দেখে কাটলো কত বেলা
অবজ্ঞাকে সঙ্গী করে জীবন যুদ্ধ খেলা।।



চরিত্রহীন জীবনের চেয়ে মৃত্যুই শ্রেয়
শয়তানের বন্ধুত্ব তবুও ভালো।