১.
কংক্রিটের আস্তানায় যত না ভরসা
তার চেয়ে বেশি সংশয়
আকাশের নিচে বাস্তুহারার ঘুম
অনন্ত কালক্ষেপণ সুখময়।


২.
মাথার উপর পাকা ছাদ
বুক ফুলে বারো হাত
গায়ের শক্তিতে বাহাদুরি
পীপিলিকায় কুপোকাত।


৩.
ফুলের মতো চরিত্রে পদপ্রার্থী
উন্নয়নের মহাকাব্য লিখে
মেঘপাহাড়ের গল্প বানায়


সময়ের গ্যাঁড়াকলে একদিন
ব্যঙের ছাতাই আশ্রয়।


৪.
ঘুম আর গুম উচ্চারণে অতি
গ হলে ঘ যায় চলে
বেশি কথা ভালো নয় তাই
দোষ নাই বোবা হলে।


৫.
সন্ধ্যার আভা মিলিয়ে ঘোর আঁধার নামে
সব প্রাণের অলি-গলি ছুঁয়ে
কুকুরের ছায়া হায়েনা হয়ে ওঠে তখন
মানবাত্মার ক্ষত ধুয়ে।