বলতে পারো-
তোমাকে এতো কষ্ট দেই কেন?
বারেবারে মনে আঘাত
গভীর থেকে জটিলতর
তোমাকেই এতো চূর্ণ করে কাঁদাই কেন?


নিজের বুকের ক্ষত থেকে
রক্তগুলো পুঁজের গন্ধে
অশ্রু হয়ে ঝরতে গিয়ে
আমায় যখন পাগল করে
ক্ষোভের চিত্র বদলে গিয়ে
তোমার মনেই হানে ঘাত
যেন তুমি জ্বলে উঠে
আমায় পুড়ে ছাই করো...


অথবা-
তোমার অশ্রু শোষণ করে
আমার ছায়ায় দেখতে চাই
তোমার সকল চাওয়া-পাওয়া।
কষ্ট দিয়ে নষ্ট হতে চাই
নষ্ট হয়ে তোমার কাছে
ভ্রষ্ট হবার কষ্ট পেতে চাই।


বলতে পারো-
তোমাকেই এতো কষ্ট দেই কেন?
অন্যরকম সুখের নেশায়
কষ্টগুলো আগলে রেখে
তোমাকেই কাঁদাই কেন_?