রাতের গহীনে গভীর আঁধারে
পিঁপড়ের গতিপথে পুত্তিকার চলা-ফেরা
ছিদ্রহীন পাথরের ভিতরে চারপাশ ঘেরা
তোমার অপকর্মের গুপ্ত নিশান
সবই তার জ্ঞানে বিরাজমান
তুমি তো নও কখনো তার দৃষ্টির বাইরে।
তার কাছে নেই কোনো গুপ্ত
সুপ্ত, অজ্ঞাত কিংবা অন্তর্নিহিত
পরিচ্ছন্ন আলোতে সবই
তার কাছে প্রকাশিত।


যা কিছু করো তুমি ভালো আর মন্দে
সরিষাদানা কিংবা তারও কমে
প্রকাশ্যে কিংবা গোপনে
মহাশূন্যের গভীর থেকে মাটির খন্দে
দরজা-জানালাবিহীন কোনো আবদ্ধ ঘরে
পাথরের ভিতর কিংবা গাছের অভ্যন্তরে
মনের গহীন থেকে সাগরের তলদেশ
হিসেবের দিনে তার সব
তোমার সামনে করা হবে পেশ!


তোমার অহম তোমার দম্ভ ক্ষণিকের বিভ্রম স্পর্শী!
অসীম তিনি সব জ্ঞানের আধারে, তিনি সূক্ষ্মদর্শী!!
........................................................................


পুনশ্চ: ‘হে বৎস ! কোন (পাপ অথবা পুণ্য) যদি সরিষার দানা পরিমাণও হয় এবং তা যদি কোন পাথরের ভিতরে অথবা আকাশমন্ডলীতে অথবা মাটির নীচে থাকে, তাহলে আল্লাহ তাও উপস্থিত করবেন। আল্লাহ সূক্ষ্মদর্শী, সকল বিষয়ে অবগত। (আলকুরআন>সূরা ৩১ লুকমান: ১৬)