না বলা কথাগুলো হয় বলাবলি
দুর থেকে সম্পর্ক করে গলাগলি
চোরাবালি সুখ কাঁদে অচেনার হাত ধরে
অশ্রুরা ঝরে যায় মায়াবতীর ফাঁদে পড়ে
নিরামিষ সময়ে পৃথিবীর বুকে
বেঁচে থাকা লক্ষ্য ভালোবাসার গন্ধ শুঁকে
কাছে টানে কিছু স্পর্শে নক্ষত্র রাত
বাড়িয়ে দেয় যখন ঐ দুটো হাত
ভাবনার ঘরে তালা মগজের রোষ
শিহরিত মরা দেহের সমস্ত কোষ
বলা হয় না-বলা কথার বই মেলে
ঝাপটে ধরা সুখক্ষণে কাউকে পেলে
আবেগের স্রোতে চলে জীবনের গতি
সম্পর্কের পাঠ ধরে ভুলে লাভ-ক্ষতি
বলা হোক আজ সব অব্যক্ত শব্দ
মুখরিত জনপদ তাই যেন জব্দ।