অভাবের তাড়নায় দিনমজুর আত্মহত্যায়
কিংবা নিত্য কষ্ট সঙ্গী যার
মরে যাক, তবুও মরতে দেবো না করোনায়
এ আমাদের দৃঢ় অঙ্গীকার।


লাগে লকডাউন বকডাউন কারফিউ জারি
আরো বিধিনিষেধ কড়াকড়ি
তাপানুকূল পরিবেশে সবকিছু হবে নির্ধারণ
হতে দেবো না করোনার ছড়াছড়ি।
গরীবের ত্রাণ থেকে করোনার টিকা দূর্নীতিতে
সবখানে জড়িয়ে নেতা আমলা
সব দায়ভার তবুও সাধারণ জনগণের
ব্যাটা তোরা কয় টাকার কামলা?
(উচিত কথা বলতে নেই, তাই চুপচাপ বলি
খেতে হবে সরকারি মামলা)
কলকারখানা থেকে শিল্পপতির প্রমোদপ্রাসাদে
বিদ্যুতের যতো অপব্যবহার
তবুও সব দোষ অটোরিকশাওয়ালা গরীবের
জানিস না আজো দেশটা কার?
এখানে সব অদ্ভুত আর উদ্ভট নানা নীতিমালা
ক্ষণে ক্ষণে বদলায় নানা ভঙ্গিমার
না খেয়ে মরুক তবুও মরে না যেন করোনায়
এই আমাদের দৃঢ় অঙ্গীকার।


পুকুর চুরি থেকে সাগর চুরি, সাথে মানচিত্র
ঘুণপোকায় কাটে সংবিধানের পাতা
স্বামী-স্ত্রী সম্পর্কে জড়িয়ে সীমান্ত শত্রুদলে
বৃষ্টিতে পানি দেয় মাথায় দিয়ে ছাতা।
আমলার হামলায় রাজকীয় ঝামেলায়
নেতারা সব লুটপাটের মেলাতে
পাবলিক বিস্ময়ে দেখে কোপা আমেরিকা
দেশ কাঁপে ফুটবল খেলাতে।
গ্যালারিতে নেই দর্শক, মাঠে নেই খেলোয়াড়
তবুও রেফারি কত হুশিয়ার
না খেয়ে মরুক জনতা হতে দেবো না করোনা
এই আমাদের দৃঢ় অঙ্গীকার।


সবকিছু হবে, গোপনে নানা আয়োজনে
খোলা রয় অফিস কারখানা
কী চলবে কী চলবে না, কেউ জানবে না
তবুও কারো থাকবে না অজানা।
সচল সবল আমাদের প্রমোদ কানন
বাঁধা নেই  কোনো খেলাতে
বিবিধ বিধিতে মসজিদ মাদরাসা আর
করোনা সব পাঠশালাতে
কিছু মরুক রোগে শোকে ঔষধের অভাবে
বাকি সব ক্ষুধার যন্ত্রণায়
ভেঙে যাক মেরুদণ্ড তবুও বাড়াবো দন্ডটা
আমাদের রাজকীয় মন্ত্রণায়
চারদিকে বাড়ুক মৃত্যু মিছিল, হাহাকার
ক্ষুণ্ণ হতে দেবো না ভোটাধিকার
না খেয়ে মরুক তবুও মরতে দেবো না করোনায়
এই আমাদের দৃঢ় অঙ্গীকার


©আহমাদ সাজিদ উদাসকবি