°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
চারপাশে এই যে নানা রঙের
বিচিত্র সব মানুষের দল
তবুও আমি একা
একাকিত্বে কেটে যায় সব বসন্ত।


হৈচৈ কোলাহলে শব্দদূষণ মাত্রায়
সকাল-সন্ধ্যা, সময়ের সাথে
তবুও আমি শব্দহীন
বিচলিত হয়ে যাই নিঃসঙ্গতায়
নির্জনতায় খুঁজি স্বর্গের সুখ।


প্রাণের নানা কল্লোল, ঘর থেকে বাইরে
পরিবার থেকে বিদ্যাপিঠ
তবুও আমি সঙ্গীহীন।
একাকিত্বে কেটে যায় জীবনের ব্যস্ততা।


চারিদিকে কত প্রকৃতির রঙিনের আবাহন  
পরিবেশ বিচিত্র মনোহর, সবুজের সমারোহ
তবুও আমার সাদাকালো জীবন
আষাঢ়ে আবৃত মন, তবুও তৃষিত...
সব ঋতুতেই ঝরছে কেবলই বারিধারা।


এখন একাকিত্ব জীবনে
বারিধারা মন, নিঃসঙ্গতায় সব বিনোদন
নির্জন, নির্বাসিত সময়ের স্রোতে
অদ্ভুত এক শান্তির আবহে
অপেক্ষা প্রহর কষ্টের মতো সুখ।


এখন গহীন অন্ধকারে আমি-
একাকি, মৃত্যু নিরবতায়
নিরালাবিলাস, মহাশূন্যতায় সুখ খুঁজে পাই।


◾◾◾◾◾◾◾◾◾◾
১৮-০৩-২০২৩ 🟥 রোম