যাকে আমি ভালোবাসি, তার প্রতি
যার সাথে জড়িয়ে জীবনের নিয়তী
তাকে আমি চিনি না
জানি না তো ঠিকানা
কী করে লিখবো বলো তার বর্ণনা!!


যুদ্ধ যুদ্ধ জীবনের খেলাঘরে
স্বার্থের বশে ঘাতি পরস্পরে
সব ফুল ঝরে যায় অবসরে
নিভে যায় তখনই অগ্নিবীণা
কী করে লিখবো বলো তার বর্ণনা!!


যাকে আমি কাছে চাই, তার প্রতি
দেখা দিলে বেড়ে যায় চিত্ত- গতি
তাকে আমি চিনি না
অচেনা তার-ঠিকানা
কী করে লিখবো বলো তার বর্ণনা!!