এইখানে এই শব্দময় নীরবতা, রূপসজ্জা বিন্যাসে
আমার এই ঘর অন‌্য রকম সন্নাসে।
বিছানাটা শোকে কাঁদে জল গড়িয়ে
ঘরের সব আসবাব, প্রসাধনী বিশৃঙ্খল ভূমিময় ছড়িয়ে।
আমি ঝুলে আছি নিয়তীর রশি ধরে উদ্ভট নিম্নচাঁপে
গলে পড়ে স্বার্থের চর্বি বিষণ্ণতার তাপে।
নিদ্রাহীন চোখ বেয়ে শুধু তন্দ্রা নামে
গরমের ফাঁদে উষ্ণতা কাঁদে মন-পীড়নের ঘামে।