নদীর জলে আগুন জ্বলে মাটি খায় মাটি।
ছালের ভিতর ফল বন্দী পোঁকা গাড়ে ঘাঁটি!!
মাথা ভর্তি গোবর কীটে নষ্ট সমাজ- পতি
ফলের আশায় দৈব বাণী শোনে মগ্ন অতি
প্রজাপতি আলোর রেখা
প্রজার পতি ভাগ্যে-রেখা
আকাশ ভেঙে পানি ঝরে সময় হলে খাঁটি।  


রুগ্ন কর্মী নগ্ন সমাজ মগ্ন নেশার ঘোরে
কষ্ট সময় নষ্ট হবার স্পষ্ট শেখার শোরে
হারতে গিয়ে সুখ উপভোগ
বাঁধায় দেহে রাজকীয় রোগ
পরের ধনে চোখ প্রশান্তি জিভে বিষ চাটি।