মেঘের গায়ে রংধনু স্পষ্ট হওয়ার আগেই মুছে যায়
সূর্যের আলো তবুও নিষ্প্রভ, বাতাসের ভেলকি
দিগন্তরেখায় কেমন যেন রক্তের ছাঁপ
বাতাসের খেলায় পল্লবিত ক্রন্দসী সুরে
নতুন করে যেন রাতকে ডাকে
আবারো রাত, আবারো অন্ধকার
হায়েনার চোখে জিঘাংসার আলো
কলংকিত রাতের শেষ অধ্যায়ে বিহঙ্গ কাঁদে মুক্তিতে
রাত কাঁদে অত্যাচারে, ভোরের ডাকে।
তিমিরের বুক ভেদ করে সোনালি প্রভাত
এখনো অপেক্ষায় ক্রন্দিত রাত।